মনিরা মনি
খুব শীঘ্রই ভেঙে যাবে পুরনো চৌকাঠ
ভেঙে যাবে অযত্নের পাটাতন, ঘুণে ধরা কার্নিশ ;
বুকের বাঁ-পাশের ব্যথা হওয়ার অবহেলার একটুকরো জমিন।
যে খুঁটিটি খুব যত্নে পুতেছিলাম সেটাও নড়বড়ে
হয়তো শেষ হবে উঁইঢিবির উপর ভর দেওয়া মন্দির,
মুছে যাবে ইতিহাসের পাতা থেকে ইতিহাস
এই যে প্রজন্মের খুঁটিতে দাঁড়িয়ে আছি তা আর কতক্ষণ;
অক্সিজেনের অভাব হলে আমিও খুলে ফেলবো সভ্যতার মুখোশ।
একবার সামনে দাঁড়াতে পারলেই বুঝে নেবো অধিকার
বাঁচার অধিকার
মনুষ্যত্বের অধিকার
ভালোবাসার অধিকার।
তারপর ভুলে ভুলে যদি যায় আরও তেতাল্লিশ বছর
অনধিকার চর্চা করবো না একদম,
বলবো না আমারও একটা ঘর চাই
বাঁচতে চাই আমিও।






