কৈফিয়ত

শিরিন রোজা

কৈফিয়ত নয়, সমস্ত বলি, নিজের স্বদিচ্ছায়
ভাবনায় যে আসা যাওয়া করে, অন্তর আত্মায়।

সে কেবল এক কল্পনা আমার, বাস্তব হতে দূর
হৃদয়ের তুলিতে যতনে আঁকা সোনালী রোদ্দুর।

প্রজাপতির মতো বাহারী খুব,কাঁপায় ভীরু ঠোঁট
ভ্রমরের তীব্র আকর্ষণ, করে প্রেমে সে হরিলুট।

শ্রেষ্ঠ প্রেমিক, শ্রেষ্ঠ মানুষ সে,সবার থেকে সেরা
যার এনেস্থিসিয়ার কবলে আমার, ভেতর বাহিরেরা।