কাজী মহম্মদ আশরাফ এর কবিতা

ছায়াতে আগুন জ্বলে

 

শাবলে দেয়াল ভেঙে
ইতিহাস মুক্ত করি

ভাঙ্গা দেয়ালের সুড়কি মাথায় তুলে
সেই যে নেমেছি পথে
এ-গলি সে-গলি মহল্লার সীমারেখা
ওয়ার্ড পেরিয়ে নগরীর শেষ বাড়ি
কোথাও বিকানো যায় না দেয়াল ভাঙ্গা
সুড়কি রঙিন

রোদে দাঁড়ালেই ছায়াতে আগুন জ্বলে
বয়সের পোস্টারে রঙিন পোস্টার লেপে
আষাঢ়-শ্রাবণ আসে

 

পোস্টারে স্বাক্ষর রেখে যায়

চৈত্র-বৈশাখের হাতে
কীভাবে সতেজ বর্তমান
অনন্তের কারাবাসে যায়

শ্রমজীবী শব্দদের ট্রেড ইউনিয়ন
ভেঙে গেলে
ইতিহাস আর ইতিহাস নয় কোনো